ভৈরবে উজানের স্রোতে মেঘনা নদীতে ধসে গেছে ধানের বয়লারের ঘর। এতে ঘরে থাকা দুই বয়লার শ্রমিক নিখোঁজ রয়েছেন।
রোববার (১৯ জুন) সকালে পৌর শহরের ভৈরব বাজার বাগান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বয়লায় ঘর নদীতে ধসে নিখোঁজ হয়েছেন শরীফ ও মুস্তাকিম নামে দুই শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে ভৈরব বাজার বাগান বাড়ি এলাকা সংলগ্ন স্থানে করম আলীর ধানের বয়লারের একটি পাকা ঘরের অংশ মেঘনা নদীর গর্ভে ভেঙে পড়ে। এতে রাইস মিলের দুই শ্রমিক নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযান চললেও প্রবল স্রোতের কারণে এখনও কাউকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ভৈরব বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মকবুল হোসেন জানান, উজানের পানিতে প্রবল স্রোতে হঠাৎ করেই সকালে ধানের বয়লারের একটি ঘর ভেঙে ভেসে যায়। এ সময় দুই শ্রমিক নিখোঁজ হন। তাদের উদ্ধারে দুটি ডুবুরি দল কাজ করছে। তবে মেঘনা নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।
এফএ/জেআইএম