কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ধানের বয়লার ঘর ধসে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের সন্ধান ৩৮ ঘণ্টায়ও মেলেনি। সোমবার (২০ জুন) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তার খোঁজ পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ দুই শ্রমিক হলেন- মো. শরীফ ও মো. মোস্তাক মিয়া। রোববার সকাল ৮টার দিকে দুটি ধানের বয়লার ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় ঘরের ভেতর ঘুমন্ত দুজন শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন।
স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ আজিজুল হক রাজন জাগো নিউজকে বলেন, ঘটনার পর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তাদের খোঁজা হয়। এখনো সন্ধান মেলেনি। ধারণা করছি তারা মাটির নিচে চাপা পড়ে আছে বা নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেছে। মঙ্গলবারও তাদের উদ্ধারে অভিযান চালানো হবে।
এসজে/এএসএম