বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সচিব মো. তৈবুর রহমান বলেছেন, দেশের শ্রেষ্ঠ, সুস্বাদু, মানসম্মত ও বিদেশে রপ্তারিযোগ্য আম উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
মঙ্গলবার (২১জুন) দুপুরে শিবগঞ্জ কৃষি অফিসের সম্মেলন কক্ষে জাতীয় মানসম্মত আম বহুমুখীকরণ এবং বৈশ্বিক রপ্তানির জন্য প্যাকেজিংয়ের উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তৈবুর রহমান আরও বলেন, ‘আমরা ঢাকায় থেকে আমের রাজ্য হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকেই চিনি। তবে আসলে জেলা সদর না; শিবগঞ্জ উপজেলার আম সবচেয়ে উন্নত। আর সারাদেশের মধ্যে সবচেয়ে বড় আমের হাট বসে এই উপজেলায়, এটিও আমরা জেনেছি; যা কানসাট আমবাজার নামে পরিচিত। তাই বৈশ্বিক রপ্তানির জন্য প্যাকেজিংয়ের উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়েই আমরা এ এখানকার আম বিদেশে রপ্তানি শুরু করবো।’
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের কোয়ালিটি কন্ট্রোলার আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণে ৫০ জন আমচাষি-ব্যবসায়ী অংশ নেন।
সোহান মাহমুদ/এসআর/এএসএম