পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিকেল টিম। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিলের নেতৃত্বে টিমের সদস্যরা যাত্রা করেন।
শুক্রবার (২৪ জুন) সকালে এ দলের সদস্যরা পদ্মা সেতুর উদ্দেশে যাত্রা করেছেন।
ফরিদপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল বলেন, স্বাচিপ ও বিএমএর ১২ চিকিৎসকসহ সেবা টিমের সদস্যরা পদ্মা সেতুর উদ্বোধনে অংশ নেওয়াদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস