জাতীয়

পাকস্থলিতে করে ইয়াবা পাচার, নারীসহ দুই মাদক কারবারি আটক

পাকস্থলিতে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।

গ্রেফতাররা হলেন- আব্দুল মালেক (৩০) ও সুমি আক্তার (২৫)। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ জুন) সকালে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ মালেক ও সুমি আক্তারকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

টিটি/জেএইচ/জেআইএম