ইয়াবা পাচারের দায়ে দুই ভাইয়ের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। আদেশে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার ছেলে নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ২০১৮ সালের ১ মে টেকনাফ থেকে ৩০ হাজার ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সাক্ষ্যপ্রমান শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় তারা উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এএইচ/জিকেএস