দেশজুড়ে

সবজির দাম কমে যাওয়ায় হতাশ কৃষক

ঝিনাইদহে মাঘ মাসের বাঘ কাঁপা শীতে বিভিন্ন হাটবাজারে সবজির দাম কমেছে। বাজারে সবজির যোগান বেশি হওয়ায় দাম কমে গেছে বলে মনে করছেন সবজি চাষিরা। ঝিনাইদহের বিভিন্ন বাজার যেমন নতুন হাটখোলা, মডা মোড়, পুরানো হাটখোলা, হামদোহ, পাগলাকানাই ঘুরে দেখা গেছে, বিভিন্ন সবজির মধ্যে বেশি দেখা যাচ্ছে বেগুন, লাউ, বাধাকপি, ফুলকপি, সিম, টমেটো, পেয়াজের কালি, পালংশাক, মুলা প্রভৃতি। গত দু-সপ্তাহ আগে যে দাম ছিল তার চেয়ে বর্তমানে ৫ থেকে ১০ টাকা প্রতি কেজিতে কম। খুচরা কাঁচামাল বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, গত বছরের মতো এবারও শীতে সঠিক সময়ে আমরা শীতকালীন সবজি পেয়েছি। ক্রেতাদের মন ভরাতে সক্ষম হয়েছি। বর্তমানে এ সবজির চাহিদাও রয়েছে। তবে গত কিছুদিন আগের তুলনায় এখন সবজির যোগান বেশি এবং দামও কম।নতুন হাটখোলা থেকে পাইকারি আল্লাহর দান ভান্ডার দোকান থেকে আনোয়ার হোসেন বলেন, গত শীতের চেয়ে সবজির দাম এই শীতে বেশ সস্তা। বর্তমানে পাইকারি সবজির দাম ওলকপি প্রতি কেজি ৫/৬ টাকা, টমেটো দেশি প্রতি কেজি ১৬/১৭ টাকা, পাবনা টমেটো প্রতি কেজি ৫/৬ টাকা, গোপালগঞ্জ টমেটো প্রতি কেজি ৮/১০ টাকা, শিম প্রতি কেজি ৫/৬ টাকা, ফুলকপি প্রতি কেজি ৪/৫ টাকা, বাধাকপি প্রতি কেজি ৪/৫ টাকা কিনছি। বাবুল মিয়া নামে এক সবজি চাষি বলেন, গতবারের তুলনায় এবারও ফসল ভাল ফলিয়েছি। দ্রব্যমূল্যের দামও সঠিক ছিল। কিন্তু বর্তমানে সবজির দাম খুব কম।সদর উপজেলা কৃষি কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান জানান, ঝিনইদহ জেলা সব ধরনের সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। এখন বাজারে সবজির যোগান বেশি তাই দাম কম। এসএস/আরআইপি