মেডিকেল ও বুয়েটের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সাফল্য দেখিয়েছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। কলেজের ৩২ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পেয়েছেন।
এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩৯ জন ও বুয়েটে ১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
বুধবার (৬ জুলাই) সকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহম্মেদ ফারুক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে জানা যায়, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তির ফলাফলে মাত্র ১০.৩৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে সরকারি বিজ্ঞান কলেজের ৩২ ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন। বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে নাহিদ হোসেন রিদম ঢাবির ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১০ স্থান অধিকার করেছেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক জাগো নিউজকে বলেন, মেধাবী শিক্ষার্থীরা এ কলেজে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। তাদের আমরা আমাদের মতো করে গড়ে তুলি। বরাবরই শিক্ষার্থীরা মেডিকেল, বুয়েট, ঢাবিসহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বুয়েটে এবার ১৬ শিক্ষার্থী ও মেডিকেলে ৩৯ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। এবার ঢাবিতে ৩২ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।
এসজে/জেআইএম