ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাঁশের সাঁকো থেকে নালায় পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে উপজেলার মাছমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জিহাদ (১১) ও তাজিমা (৭)। তারা ওই গ্রামের মুকুল মিয়ার সন্তান।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম চৌধুরী জানান, বাড়ির পাশের বাঁশের সাঁকো পার হচ্ছিল তারা। এ সময় অসাবধানবশত তাজিমা পড়ে যায়। তাকে বাঁচাতে জিহাদও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুই শিশুর মরদেহ হাসপাতালে রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম