টেকনাফের নাফ নদীর কিনার থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোর মিয়ানমারে মাদক আনতে গিয়েছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরের দিকে নাফ নদীর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন অংশে এ ঘটনা ঘটে।
কিশোরের বাবা জসিম উদ্দিনের ভাষ্য, ‘বৃহস্পতিবার রাতে মাছ ধরার কথা বলে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান হোয়াইক্যং তুলাতুলি গ্রামের আব্দুল খালেকের ছেলে লালু (৩৫), একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোস্তাক আহমদ (৪৩) ও আলী আহমদের ছেলে নুর হোসেন (২৮)। পরে মিয়ানমারে মাদক আনতে নিয়ে যায় বলে জেনেছি। পরে জানতে পারি আমার ছেলে নাফ নদীতে পড়ে যায়। খবর পেয়ে খুঁজতে নদীতে গিয়ে সকাল ৯টার দিকে নদীর কিনারে মরদেহ পাওয়া যায়।’
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) যায়েদ হাসান বলেন, ওই কিশোরের মৃত্যুর ঘটনায় রহস্য রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম