'বাহুবলী'খ্যাত প্রভাসের শেষ সিনেমা মুক্তি পেয়েছিলো ‘রাধে শ্যাম’। যদিও ভালো ব্যবসা করতে পারেনি সিনেমাটি। এরইমধ্যে ওজন বেড়ে যাওয়ায সমস্যায় ভুগছিলেন তিনি।
তবে ওজন কমিয়ে একদম ফিট এখন। বর্তমানে প্রভাস ‘সালার’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। প্রশান্ত নীল পরিচালিত প্রভাসের সঙ্গে এ ছবিতে দেখা যাবে শ্রুতি হাসানকে।
এদিকে প্রভাসের নতুন সিনেমা আসছে ‘স্পিরিট’। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করবেন প্রভাস। তার বিপরীতে আছেন বলিউডের কারিনা কাপুর। এই প্রথম এক সঙ্গে জুটি বাঁধবেন তারা।
এ খবরটি শোনার পর থেকে ভাইরাল। দুই তারকার ভক্তরা অপেক্ষায় আছেন এ জুটিকে একসঙ্গে দেখার জন্য।
এদিকে প্রভাস কারিনা কাপুরের স্বামী সাইফ আলি খানের সঙ্গে ‘আদিপুরুষ’র জন্য শুটিং করছেন। ওম রাউত পরিচালিত এ ছবিটি বিগ বাজেটের।
অন্যদিকে কারিনা ওটিটি সিনেমা ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটির মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করবেন তিনি।
এলএ/জেআইএম