পটুয়াখালীর কলাপাড়ায় ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ জুলাই) রাত ১০টার দিকে কুয়াকাটা ও কলাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালতের সহকারী উবাচু জানান, কুয়াকাটা আবাসিক হোটেল সাগরকন্যা রিসোর্ট ও হোটেল আমানের লাইসেন্স না থাকায় ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা খাবার সরবরাহ করায় কলাপাড়ার আনিকা রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার, হোটেল আল মদিনার মালিককে ২০ হাজার ও কুয়াকাটা সি-গার্ল রেস্টুরেন্টের মালিককে ৪০ হাজার এবং জোয়ার ভাটা অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ৩০ হাজার জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস