যশোরে মাদক (হেরোইন) মামলায় খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) স্পেশাল ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক শামছুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খলিলুর রহমান যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
আদালতের স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বুরুজবাগান মাদরাসার সামনে থেকে সন্দেহজনকভাবে খলিলুর রহমানকে আটক করে শার্শা থানা পুলিশ। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০টি পলিথিনের প্যাকেটে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরেউপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় বাদী হয়ে তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আসামি খলিলুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা দিবাকর মালাকর। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন আদালত।
সাজাপ্রাপ্ত খলিলুর রহমান বর্তমানে কারাগারে আটক আছেন।
মিলন রহমান/এসআর/এমএস