দেশজুড়ে

সাতক্ষীরায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগরে তাসকিয়া খাতুন নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ জুলাই) দিনগত রাত ১টার দিকে বাড়ির বাইরে পড়ে থাকা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। নিহত তাসকিয়া গাবুরার ৯নং সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী।

নিহতের মেজ জা পারুল বলেন, ‘তাসকিয়া সেজ দেবরের স্ত্রী। সংসারে অভাব অনাটনের কারণে দেবর বিভিন্ন জেলায় দিনমজুরের কাজ করেন। রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে কান্না করছিল। তা শুনে আমি ওদের ঘরে গিয়ে দেখি তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটি খাটের ওপর বসে কাঁদছে।’

তিনি আরও বলেন, ‘আমার ভাসুর তাসকিয়া বাথরুমে গেছে কি না দেখতে বলেন। কিন্তু সেখানেও না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়ার রক্তাক্ত মরদেহ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সবাইকে ডাকি। পরে পুলিশে খবর দেওয়া হয়।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের সাহেব আলীর মা ফাতেমা বেগমকে থানায় নিয়ে এসেছি।’

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম