দেড়ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে যশোর জংশনে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে তেলবাহী ট্রেনের খালি একটি বগি লাইনচ্যুত হওয়ায় সন্ধ্যা ৬টা ৩৫ থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, যশোর রেলওয়ে জংশনে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রেলওয়ের তেলবাহী ট্যাংকারের একটি খালি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রেলওয়ে জংশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিলো। তবে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে জংশনের এক নম্বর লাইনটি চালু করে কপোতাক্ষ এক্সপ্রেসকে খুলনার দিকে পাঠিয়ে রেল যোগাযোগ চালু করা হয়।
মিলন রহমান/এএইচ/জেআইএম