দেশজুড়ে

পুকুরপাড়ে লাগিয়েছিলেন গাঁজা গাছ, পুলিশের হাতে আটক

ফরিদপুরের মধুখালীতে পুকুরপাড়ে গাঁজা গাছ লাগানোর অভিযোগে মো. ইমদাদ মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে তাকে গাঁজা গাছসহ আটক করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, আটক ইমদাদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। এছাড়া তিনি তার বসতবাড়ির উত্তরপাশের একটি পুকুর পাড়ে গাঁজা গাছ রোপণ করেছেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ জব্দসহ ইমদাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আটক ইমদাদ মৃধা উপজেলার মথুরাপুর গাংনীপাড়া এলাকার আবুল কাশেম মৃধার ছেলে।

এন কে বি নয়ন/এমপি/এএসএম