বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার (৩০ জুলাই) রাত ৮টা ২৬ মিনিটের দিকে ছেড়ে যায় ট্রেনটি। এর আগে ৬টা ১৮ মিনিটের দিকে ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে মেরামত শেষে ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম