ফরিদপুরের নগরকান্দায় গাঁজা বেচাকেনার দায়ে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লস্করদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্কারদিয়া গ্রামের বড় পুকুর পাড়ে ওই এলাকার বাসিন্দা জিহাদ মোল্লা (১৯) ও জুবায়ের হোসেন মোল্লা (২০) গাঁজা বেচাকেনা করছিলেন। এসময় নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু জাগো নিউজকে বলেন, গাঁজা বেচাকেনার সময় পুলিশের হাতে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এন কে বি নয়ন/কেএসআর