যশোরের চৌগাছায় ধান রোপণের সময় সেলিম হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে বারুইহাটি গ্রামে ঘটনা ঘটে।
তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বারুইহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, সকালে গ্রামের দাউদ হোসেনের ধানক্ষেতে অন্য ৮-১০ জন কৃষিশ্রমিকের সঙ্গে আমনের চারা রোপণ করছিলেন সেলিম। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মাঠ ছেড়ে গ্রামের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় বজ্রপাতে সেলিম অচেতন হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
মিলন রহমান/আরএইচ/এমএস