জাতীয়

নিখোঁজের পরদিন ভবনের ট্যাংকিতে মিললো শিশুর মরদেহ

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংকি থেকে শাহাদাত হোসেন নয়ন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) সকালে মোহাম্মদপুরের বিজলি মহল্লায় গণপূর্তের নির্মাণাধীন একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিল জোয়ারদার জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে গণপূর্তের নির্মাণাধীন ৭ নম্বর ভবনের পানির ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, গতকাল (মঙ্গলবার) থেকে শিশুটি নিখোঁজ ছিল। আজ সকালে পানির ট্যাংকিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত শাহাদাত হোসেন নয়নের বাবা নুর ইসলাম ওই এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন বলেও জানান এসআই শাকিল জোয়ারদার।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস