দেশজুড়ে

নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খোড়াতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার মান্দা উপজেলার চকগোপাল গ্রামের আসরাফ মোল্লার স্ত্রী আবেদা (৫৫) ও একই উপজেলার জাফরাবাদ গ্রামের জনাব আলীর স্ত্রী বেবি (৩৫)।

মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হতাহতরা অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খোড়াতলি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীরা আহত হন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আব্বাস আলী/এসআর/জিকেএস