ভোলায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাঁকো থেকে খালে পড়ে নিশাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ইয়াছিন (৬) নামে নিশাদের আরেক সহপাঠী নিখোঁজ রয়েছে।
নিহত নিশাদ ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ওমরাবাজ গ্রামের আবু জাহারের ছেলে এবং নিখোঁজ ইয়াছিন একই গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। তারা দুজনই ওই গ্রামের পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
বুধবার (৩ আগস্ট) দুপুরে ঘটনাস্থলের একটু দূর থেকে নিশাদের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজের সন্ধান পায়নি বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার (৩ আগস্ট) সকালেও নিশাদ ও ইয়াছিন স্কুলে যায়। দুপুরের দিকে স্কুল ছুটি হলে মরকখালী খালের ওপর সাঁকো পার হয়ে বাড়ি ফিরছিল তারা। ওই সময় হঠাৎ সাঁকো থেকে তারা দুজন পড়ে গিয়ে নিখোঁজ হয়।
স্কুল ছুটির পরও বাড়ি না ফেরায় স্কুলে ছুটে যান তাদের পরিবারের সদস্যরা। স্কুলে গিয়ে জানতে পারেন তারা স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। পরে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় ওই খালের সাঁকোর এক প্রান্তে শিশুদের পায়ের জুতা দেখতে পেয়ে তারা খালে খুঁজতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বুধবার রাতে জাগো নিউজকে জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে এক শিশুর মরদেহ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেছেন। নিখোঁজ অপর শিশুর সন্ধানে এখনও ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস