রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ীতে বজ্রপাতে আসাদ শেখ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে মাজবাড়ী ইউনিয়নের জামতলাপড়া গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আসাদ শেখ একই গ্রামের মো. বক্কার শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্বাধীন শেখ বলেন, তিনিসহ আসাদ শেখ ও আশিক তিনজন মাঠে ধানের চারা রোপণ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা ধান রোপণ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে আসাদ শেখ মাটিতে পড়ে যায়। তারা আহত আসাদকে দ্রুত বাড়িতে নিয়ে আসেন। সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল হান্নান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস