দেশজুড়ে

ভোলায় পুলিশের বিরুদ্ধে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার স্ত্রীর মামলা

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী খাদিজা বেগম।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভোলা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ৩৬ জন পুলিশ সদস্যের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। মামলা নম্বর ৪০৫/২২।

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম বাসেত জানান, ৮ আগস্টের মধ্যে নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্তসহ অন্যান্য নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন বিচারক। রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে প্রতিবাদ সামবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। সমাবেশে পুলিশ-বিএনপির সংঘর্ষ হয়। এ ঘটনায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আব্দুর রহিম।

নিহত রহিম ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামের হারেছ মাতব্বরের ছেলে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস