বাংলাদেশ ব্যাংক ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে পোশাক খাতের নিরাপত্তাজনিত সংস্কারে কর্মসূচির নেওয়া হয়েছে। ৫০ মিলিয়ন ইউরো ঋণ ও ১০ দশমিক ২৯ মিলিয়ন ইউরো অনুদানের সমন্বয়ে ‘এসআরইইউপি’ প্রকল্পটি তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং এ খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।
বুধবার (৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্পের উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্যিক ব্যাংক, তৈরি কারখানার মালিক, বিজিএমইএ ও আরএসসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের সব বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের ‘এসআরইইউপি’ প্রকল্প বিষয়ে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মরিজিও চান, এএফডি এর কান্ট্রি ডিরেক্টর বুনোয়া চালাত, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হক মারুফ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও প্রকল্প পরিচালক মনি শংকর কুণ্ডু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। ডেপুটি গভর্নর ‘এসআরইইউপি’ প্রকল্পের স্বল্প সুদের হার এবং প্রণোদনা সুবিধা উল্লেখ করে এ ধরনের প্রকল্পের মাধ্যমে তৈরি পোশাক খাতের সম্ভাবনা আরও বেগবান ও টেকসই হবে বলে আশা প্রকাশ করেন।
যুগ্ম পরিচালক কুমকুম সুলতানা প্রকল্পটির ক্রেডিট লাইন বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। এ প্রকল্পের মাধ্যমে তৈরি পোশাক শিল্পকে আরও তথ্য অগ্নি, বিদ্যুৎ ও কাঠামোগত সংস্কার সাধন, সবুজাতর অর্থাৎ ইটিপি, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সম্পদের ব্যবহার হ্রাস এবং কর্মপরিবেশকে আরও স্বস্তিদায়ক এয়ার কন্ডিশনিং, ক্যান্টিন ও শৌচাগার নির্মাণ, বাচ্চাদের ডে-কেয়ার নির্মাণ ইত্যাদি বিষয়ে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হয়ে থাকে।
অনুষ্ঠানে ‘এসআরইইউপি’ প্রকল্প ঋণের মাধ্যমে সফলভাবে বিনিয়োগ সমাপ্ত হওয়ায় দুটি কারখানাকে অনুদানের প্রতিকী চেক হস্তান্তর করা হয়। কারখানাগুলো হলো যথাক্রমে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহক এমটি সোয়েটারস লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের গ্রাহক হোটে আউটারওয়্যার লিমিটেড। দুটি প্রতিষ্ঠানই ১০০ ভাগ রপ্তানিমুখী কারখানা। ‘এসআরইইউপি’ প্রিফাইনালের মাধ্যমে তারা সফলভাবে প্রকল্পটি সম্পন্ন করার ফলে তাদের এ অনুদান দেওয়া হয়।
ইএআর/জেএস/জিকেএস