জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মো. আবুল কাশেম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ম আহ্বায়ক ফকির শাহ্ আলম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। তবে তাদের দুর্নীতি করার কোনো সমর্থন দেওয়া হয়নি। সরকার রাতের আধারে জ্বালানি তেলের দাম অনেক বাড়িয়েছে। এতে করে সব পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘণ্টার লোডশেডিংয়ের পরিবর্তে প্রতিদিন প্রায় আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে।
আরিফ উর রহমান টগর/জেডএইচ