দিনাজপুরের হাকিমপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যতালিকা না থাকায় দুটি কীটনাশক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।
বুধবার (১০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী কমিশনার মমতাজ বেগম এ আদেশ দেন।
তিনি বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বাংলাহিলি এলাকায় দুটি কীটনাশক দোকানে অভিযান চালানো হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যতালিকা না থাকায় ফজলুর রহমান ও নবিবুল ট্রের্ডাস নামের দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস