দেশজুড়ে

কুয়াকাটায় সকাল থেকে বৃষ্টি, পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং

তিনদিনের সরকারি ছুটি থাকায় পর্যটকে টইটম্বুর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। কিন্তু নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে বাতাসও। এমন বৈরী আবহাওয়ায়ও সৈকতে গোসলে নামছেন পর্যটকরা। তাই পর্যটকদেরকে নিরাপদে থাকতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, গোসলে নামা পর্যটকরা যাতে গভীরে যেতে না পারে এবং সবধরনের দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিংও করা হচ্ছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জাগো নিউজকে বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার বয়ে যাচ্ছে। যা দমকা হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দু-চার ফুট পর্যন্ত বাড়তে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস