দেশজুড়ে

ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন আসাদুজ্জামান ওরফে বাবু (৪০) নামের এক যুবলীগ নেতা।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টায় উলিপুর পৌরসভার পূর্ব বাজার জোনাইডাঙ্গা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আসাদুজ্জামান ওরফে বাবু পৌর এলাকার জোনাইডাঙ্গা গ্রামের সাহের আলী ছেলে ও উলিপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে বাবুর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। এ সময় ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকার বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, কারও অপকর্মের দায় সংগঠন নেবে না।

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, উপজেলা যুবলীগের মাধ্যমে বিষয়টি জেলা কমিটিকে জানানো হবে। আমাদের কাছে চিঠি দেওয়া আছে, যারা মাদকদ্রব্য সেবন করে অথবা বিক্রি করে তাদের কোনো দায়িত্বে কিংবা সংগঠনে নেওয়া যাবে না।

এসআর/এমএস