দেশজুড়ে

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিরিরবন্দরে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরিফ উদ্দীন আহমেদ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তপন চন্দ্র রায় (৩৮) পার্বতীপুর উপজেলার অসুরকোট মেম্বারপাড়ার মৃত সচিব রায়ের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৈয়বা বেগম বিষয়টি নিশ্চিত করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহমেদ মণ্ডল।

আইনজীবী তৈয়বা বেগম জানান, ২০১৯ সালের ১৯ মার্চ চিরিরবন্দর উপজেলার পুনপট্টি ইউনিয়নের বিশ্বনাতপুর গ্রামে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেললে ধর্ষক তপন চন্দ্র রায় পালিয়ে যায়। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা করেন। চিরিরবন্দর থানা পুলিশ তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তিনি আরও জানান, মামলাটি তিন বছরের শেষ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি ধর্ষণের ঘটনা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম