দেশজুড়ে

দুর্ঘটনায় যুবক নিহত, মোটরসাইকেলে মিললো ফেনসিডিল

মানিকগঞ্জের শিবালয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরিফুল ইসলাম যশোরের শোলোয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পরে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৩৮ বোতল ফেনসিল উদ্ধার করা হয়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শরিফুল ইসলাম মোটরসাইকেল যোগে (যশোর-ল-১৩-০৬৫৬) ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় শরিফুল ছিটকে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এসময় মোটরসাইকেলের সিটের নিচে ৩৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম