দেশজুড়ে

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ২ অটোরিকশাচালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা সদরের সওদাড়পাড়া গ্রামের আতিক মিয়া (৫৬) ও জুয়েল মিয়া (৩৩)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আতিক মিয়া তার অটোরিকশায় সহকর্মী জুয়েলকে নিয়ে রোববার রাত ৮টার দিকে সদরের চড়পাড়া বাইপাস পার হচ্ছিলেন। এসময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আতিক মারা যান। আর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৮টার দিকে জুয়েলের মৃত্যু হয়।

আতিকের ভাতিজা রফিকুল ইসলাম জানান, নিহত দুজনই পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল ওই দুইজনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছন।

এস এম এরশাদ/এমআরআর