মেহেরপুরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেলে সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শোলমারী গ্রামের পাঠান পাড়ার সামেদ খানের ছেলে শাহ আলম (২৭) ও দোয়াত আলীর ছেলে ছোট খোকন (৩২)।
কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার সময় শোলমারী গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন ছোট খোকন ও শাহ আলম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট খোকন ও শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাতেই মরদেহ দাফন করা হবে।
আসিফ ইকবাল/এসআর/এএসএম