দেশজুড়ে

টাঙ্গাই‌লে রাইস মিলের ছাদ ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপু‌রে একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে পড়ে তিন শ্রমি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতরা হ‌লেন- কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। সবাই ওই রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

রোববার (৪ সে‌প্টেম্বর) রা‌ত ১০টার দি‌কে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘ‌টে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন জাগো নিউজকে জানান, একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে প‌ড়ে তিনজ‌ন শ্রমিকের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় ১ হাজার মণ ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এমএএইচ/