মানুষের নিরাপত্তা ও সেবার প্রয়োজন হলে নির্বাচনে অংশ নেবো। আবার প্রয়োজনে নেবো না। এখন শুধু মুক্তিযুদ্ধের কথা বললে হবে না। মানুষের খাওয়া-পড়ার কথা বলতে হবে, মানুষের জীবনের নিরাপত্তার কথাও বলতে হবে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের অধিকার, সম্মান ও নিরাপত্তার জন্য রাজনীতি করি। সবখানে শুধু ইলেকশন, ইলেকশন ও ইলেকশন। আমি নির্বাচনের জন্য রাজনীতি করি না।
কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলু।
আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম