স্বাস্থ্য

ডায়াবেটিস রোগীদের মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছয়গুণ!

ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি সুস্থ স্বাভাবিক মানুষের চেয়ে ছয়গুণ! ডায়াবেটিকজনিত জটিলতার পাশাপাশি মানসিক অবসাদে ভোগার কারণে সহজেই ক্লান্ত হয়ে পড়া, ক্ষুধামন্দা ও স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটে। চিকিৎসার শুরুতে মানসিক অবসাদের বিষয়টি উপেক্ষিত থাকার ফলে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডায়াবেটিস ও মানসিক অবসাদের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় একই এলাকার, একই বয়সের একই লিঙ্গের ৫৭১ জন ডায়াবেটিসে আক্রান্ত ও সমসংখ্যক ৫৭১ জন ডায়াবেটিস নেই এমন মানুষের ওপর প্রকাশিত গবেষণা প্রতিবেদন ফলাফলে বলা হয় ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা বহু গুণ বেশি মানসিক অবসাদে ভুগছেন। ইতোপূর্বে দেশে টাইপ ২ ডায়াবেটিস রোগীর ওপর পরিচালিত অপর এক গবেষণায় মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল। আইসিডিডিআরবি’র সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর ও জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ, ইউনিভার্সিটি অব সিডনি অষ্ট্রেলিয়ার পোষ্ট ডক্টরাল রির্সাচ ফেলো ডা. সিরাজুল ইসলাম বলেন, মানসিক অবসাদে আক্রান্ত ডায়াবেটিক রোগীরা যথোপযুক্ত মনোচিকিৎসা পায়না। ডায়াবেটিকের ওষুধসেবন ও কায়িক পরিশ্রমের পাশাপাশি মনোচিকিৎসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এমইউ/জেএইচ/এমএস