মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় নদী ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র মো. ফয়সাল বিপ্লব। নিজস্ব উদ্যোগে ভাঙন কবলিত পরিবারের মাঝে নগদ ছয় লাখ টাকা বিতরণ করেছেন তিনি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভাঙন কবলিত বাংলাবাজার ইউনিয়নের সর্দারকান্দি ও শম্ভুহালদার কান্দি পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি।
মেয়র বলেন, ভাঙনের খবরন পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি। এরপরও সাধ্যমত সহায়তা করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, সাবেক চেয়ারমাযান সোহরাব হোসেন নান্নু, মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন সাগর, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া প্রমুখ।
বিগত কয়েকদিন ধরে মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় পদ্মার শাখা নদীর তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হয়েছে নদী তীরের সর্দারকান্দি, শম্ভুহালদারকান্দি গ্রামের অর্ধকিলোমিটার অংশ। ধসে পড়েছে ভিটেমাটি, উপসনালয়সহ বিভিন্ন স্থাপনা।
আরাফাত রায়হান সাকিব/এএইচ/এএসএম