মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনে অর্ধকিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

মুন্সিগঞ্জের বাংলাবাজার এলাকায় পদ্মার শাখা নদীর তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হয়েছে নদী তীরের সর্দারকান্দি, শম্ভুহালদারকান্দি গ্রামের অর্ধকিলোমিটার অংশ। এছাড়া ধসে পড়েছে ভিটেমাটি, উপাসনালয়সহ বিভিন্ন স্থাপনা। উপজেলা প্রশাসনের হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই শতাধিক পরিবার।

এদিকে নদীতে স্রোত অব্যাহত থাকায় বুধবারও (১৪ সেপ্টেম্বর) অব্যাহত রয়েছে ভাঙন। রাত থেকে বিলীন হয়েছে বেশ কয়েকটি ভিটেমাটি।

সরজমিনে দেখা যায়, নদীতে তীব্র স্রোতে ভেঙে পড়ছে নদী তীরের অংশ। ভিটেমাটি হারিয়ে এলাকা ছাড়ছেন ভাঙনকবলিতরা। ভাঙনের কবলে রয়েছে মসজিদসহ কয়েক শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা।

শম্ভ নারায়ণ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ভাঙনে ২০ শতাংশ জমি বিলীন হয়েছে। ঘর ভেঙে সরিয়ে নিয়েছি। এখনো ভাঙতাছে (ভাঙছে)। আমরা মত ৫০-৬০ জনের ঘর বাড়ি ভেঙে গেছে।

তাজুল ইসলাম নামের আরেকজন বলেন, যেভাবে ভাঙছে তাতে কিচ্ছু থাকবে না। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে মন্দির ভাঙছে, নদীর তীরেই একটা মসজিদ আছে। সেটাও ভাঙতে পারে যেকোন সময়। দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ জানান, ১৯৮ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে ২০ কেজি করে চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। ভাঙন কবলিতদের পুনর্বাসনে মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করছি শিগগিরই বরাদ্ধ আসবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল হক সরকার জানান, পাঁচশ ২০ মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার হবে। দুই কোটি ৩৫ লাখ টাকার আপদকালিন প্রকল্প নেওয়া হয়েছে। আজকের মধ্যে কাজ শুরু হবে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।