পাবনার ঈশ্বরদীতে টানা তিন দিন ধরে শহরের ব্যস্ততম সড়কে সারিবদ্ধভাবে ট্রাক রেখে জনদুর্ভোগ সৃষ্টি করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
ঈশ্বরদী-পাবনা সড়কের সরকারি খাদ্য গুদাম সংলগ্ন বিএসডিসির সার গুদাম ও বিক্রয় কেন্দ্রের সামনের সড়কে সারিবদ্ধভাবে ট্রাক রেখে গুদামে সার লোড-আনলোড করছে কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা যায়, সড়কটির নির্মাণ কাজ চলমান। এর পাশে একটি অংশ খানাখন্দ। বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কের একপাশে সারিবদ্ধ ট্রাক রাখা হয়েছে।
এ বিষয়ে বিএডিসি ঈশ্বরদীর উপ-পরিচালক সাজেদুল ইসলাম বলেন, ‘সড়কে ট্রাক না রাখার জন্য ট্রাকের চালক ও হেলপারদের বলা হয়েছে। কিন্তু তারাতো কথা শোনে না। বিষয়টি আমি দেখছি।’
ঈশ্বরদী ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাদের নজরে ছিল না। এখনই দেখছি।
এক ঘণ্টা পর তিনি ফোনে জানান, ঘটনাস্থলে গিয়ে বিএডিসি কর্তৃপক্ষকে দ্রুত ট্রাক সরিয়ে নিতে বলা হয়েছে। ট্রাক চালকদেরও নির্দেশ দিয়েছি।
শেখ মহসীন/এসআর/জিকেএস