আন্তর্জাতিক

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ৬

ভারতের হায়দ্রাবাদে একটি ওষুধ কারখানার চুল্লি বিস্ফোরণে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। সোমবার সকালে শহরের উপকণ্ঠে মহেশ্বরাম এলাকার মানখাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এসিটা ফার্মা অ্যান্ড ড্রাগস ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের মধ্যে চারজন ছত্তিশগড় এবং দুজন অন্ধ্রপ্রদেশের বলে জানা গেছে। দুর্ঘটনার পরই কারখানা ঘিরে নিহতদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, বিস্ফোরণের ফলে বড় ধরনের অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়। এ সময় চুল্লির কাছে থাকা ৬ শ্রমিক নিহত হন। বিস্ফোরণের পর আহতদের দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।জেএইচ/পিআর