দেশজুড়ে

হাতিয়ায় বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই গ্রুপের বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাসিয়ার চরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহপুর গ্রামের আজিম (৩০), মো. হারুন (৩৭), কমলনগরের চর কালকিনি গ্রামের মোশাররফ (৩৭), চর গজারিয়া গ্রামের লিটন (৩৫) ও নোয়াখালীর চরজব্বরের মো. হেনজু (৩৭)।

তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা, ছয়টি রামদা ও পাঁচটি বল্লম উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে হাতিয়ার দুর্গম চর ঘাসিয়ায় জলদস্যু খোকন ও ফোকরা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তারা সেখানে অভিযান চালায়। পালানোর সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের হাতিয়া থানায় পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস