সাভারে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএর) উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।এসময় ফিটনেসবিহীন কয়েকটি বাস ও ট্রাক জব্দ করে ডাম্পিংয়ে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আল-মামুন/এসএইচএস/এমএস