রাজনীতি

রাতে স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক বসছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই দলটির নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদা জিয়ার এ বৈঠককে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে।বিএনপির গঠনতন্ত্র সংশোধন, ‘এক নেতার এক পদ’ বাস্তবায়ন প্রসঙ্গসহ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এমএম/আরএস/পিআর