নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোশারেফ হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোশারেফ ওই গ্রামের ফজর আলী টেন্ডল বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে মনমালিন্যের জের ধরে মোশারেফ হোসেন বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সাহা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম