ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিক্ষোভ করবেন বিদ্রোহী নেতাকর্মীরা। বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েল।সম্প্রতি ঘোষিত ৭৩৬ সদস্য বিশিষ্ট কমিটিকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পকেট কমিটি উল্লেখ করে তিনি বলেন, কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী সাত দিনের মধ্যে তাদের চলমান আন্দোলন সফলতার মুখ দেখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রসঙ্গত, গত শনিবার ৭৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে ছাত্রদল। বিশাল আকারে কমিটি গঠন করা হলেও এ কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ এনে সোমবার নয়াপল্টন কার্যালয় ভাংচুর করে আগুন দেয় বিদ্রোহী নেতাকর্মীরা।পরে মঙ্গলবারও কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন বিদ্রোহীরা। এরই ধারাবিকতায় আজও কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করবেন তারা।এমএম/এসকেডি/পিআর