একুশে বইমেলা

বইমেলায় ইফতেখার হালিমের ‘নীরবতায় নিবেদিত প্রেমিক’

অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ কবি ইফতেখার হালিমের কাব্যগ্রন্থ ‘নীরবতায় নিবেদিত প্রেমিক’ প্রকাশিত হয়েছে। চারফর্মার এই গ্রন্থটির প্রকাশনা সংস্থা ‘মানুষজন’। ‘নীরবতায় নিবেদিত প্রেমিক’ বইটির প্রচ্ছদ শিল্পী কাব্য কারিম।ইফতেখার হালিম নব্বই দশকের অন্যতহম প্রধান কবি। তার কবিতায় উঠে এসেছে প্রেম।স্বদেশের প্রতি প্রেম। মানুষের প্রতি প্রেম। প্রকৃতির প্রতি প্রেম। নারীর প্রতি প্রেম। ইফতেখার হালিমের দক্ষ হাতের ছোঁয়ায় কবিতা হয়ে উঠছে জীবন্ত।এইচএন/এবিএস