হাইব্রিড ভাবের সাগরেহৃদয়ের স্মৃতির পাতার বুকে জেগে থাকি সারারাত। চাঁদকপালে আঁতাত করি বেদনার খরার প্রভাত।মুছে ফেলা অপেক্ষার আলৌকিক বসন্তের খেলাদীর্ঘশ্বাসে অবেলা দুপুরে দিলখোলা স্বপ্নের সিঁড়িতেহাতছানি দেয় তোমার আঘাত।বীনাপানির তরীর কিনারে বাসা বাঁধে মন। তুমিস্বপ্ন পূরণে পরীর অপবাধে মোহনীয় হাসিবন থেকেনির্বাসিত করো প্রয়োজন।বাকির নামই ফাঁকি। তুমি আন্তরিক মাখামাখিতেওনগদ বাকিতে মিনাক্ষীর হাসি মেখে বাক্যবান চোখেখোঁজো দরশন।হাইব্রিড ভাবের সাগরে কল্পনার পারা পারেমনেরা উদাও হতে চায় সাধনার পরম আঁধারে।তোমাদের কূটছালে হই অমূল্য সম্পদ।বখে যাওয়ার বিবাদী মোড়কে শত সংঘাতবাদ অপবাদ হয়ে দুঃখের মানে বাতিল ও হরিলুটেকরে আবেগের রদ।বড় প্রয়োজন স্বপ্নকে হৃদয় দিয়ে দেখা। রেখা টেনেপ্রেমায়োজনে সুজনে প্রতীক্ষার কাছে ব্যাখ্যার অতীতেরক্ষা করা দরকার মনের দুর্ভোগ।তুমি অবেলার দিলখোলা আমি গড়িয়া মেলায়রঙের অবহেলায় ভুলে থাকি নববর্ষ উপভোগহৃদয়ের অভিযোগে।কারণ দর্শানো অনুভূতিরেড অ্যালার্টের আওতায় রেখেছি তোমার ডিগবাজি। তুমিসাশ্রয়ী সুযোগে বিস্তারিত আবেগে লগোর বিপরীতেসিলেক্ট আউট লেটে করো কারসাজি।চিয়ার্স গার্লের রিভার্স নোটিশে হৃদয় বিদারকদুঃখের সাথে আমি খলনায়কের দোষেপেয়েছি তোমার নিমরাজি।হ্যাপি ওয়াচের আন্তঃডটকমে তুমি মন বেচাকেনা করো।অবিশ্বাস্য দুঃসাহসে পাইরেটের শীর্ষে হৃদয়ারণ্যের দেশেকরো মনের দস্যুতা। আমি একতরফা প্রেমের সৌজন্য স্বাক্ষাতেমিথ্যা বক্তবের কাছে মাতকরা দৃষ্টিভঙ্গীর রক্ষার্থেভুলতে বসেছি তোমার স্বার্থপরতা।বিরহের চার্জশিটে বাধ্যতামূলক আস্থার সংকটে তুমিডাক সাইটে রঙ্গিন ভেলকি বাজিতে কাপলইয়ারে যোগদাও।আমি ধন ধন্যের সবুজে শান্তির বিহারে টানিঅভিন্নের নীরবতা।আন্ত বহির্ভূত পরিকল্পনা শুমারি শেষে বিকল্প বৈরিতেচালু করো কারণ দর্শানো অনুভূতি।হেমন্তের গানঅব্যাহত মনের লোড শেডিঙে তোমাকে আলাদা করাকষ্টকর। সচারাচর স্বাভাবিকতায় পালাক্রমে আত্মহারাহেমন্তের গানে গড়ো হৃদয় নগর।শুল্কমুক্ত প্রেমের দাবিতে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রেমসহায়তার জীবন দেবতার কাছে নত হয় অভিমান।দ্বৈত নীতিতে অবগতির মনগড়া রীতির অনুশীলনেচূড়ান্ত মাকাল ফলে সবুরে মেওয়া ভুলেঐতিহ্য ঐশ্বর্য মিলে ভাগ করে গোলাজল।আক্কেল ভুলের মক্কেলের মাসুলে আবেগেকাঁদে দুঃখের বলা আগুন।নদী মাতৃকতাধ্যানে কার্তিক অগ্রহায়ণে মনে জাগেশিহরণ। অরক্ষিত প্রেমের সড়কে হৃদয়ের পর্যবেক্ষণেউজাড় হচ্ছে-পন।সম্পর্কে উন্নয়নের ধারাবাহিকতার বিকল্প নেই।মনের অববাহিকায় তুমি বাস করো। আমিদায় স্বীকারের সত্য হাওয়ায় হেমন্তেরঋতু বদলের মনে নিজেকে ভুলতে থাকি।হেমন্তের সুখহেমন্তের দুপুর পেরিয়ে এলো বৃষ্টি। অগোছালোভেতরে নূপুর পায়ে নৃত্য করে সৃষ্টি।ঐশ্বর্যের আতিশয্যায় মনের দরিয়ায় ভাসাই দুঃখ।আমন ধানের ঘ্রাণে মাতোয়ার টানে হালধরিসোনালি দিনের।প্রতিদিন বাড়তি আবেগে মুখ খোলে ঋণ।ডানা ঝাপটানো রঙিন উল্লাসে প্রিয়মন শতভাগ গোপনীতায়রাখে অপমান। যুগল বন্দির অনুরাগে ইসকা বিবির দোষেসন্ধি করে মন।দিলখোলা দূরে আরোগ্য ভেলায় ভাসে প্রহসন।অশোভন তোপের মুখোশে বাস করে হৃদয়েরডানবাম। অবিরাম ভালোবাসার আবেগে খোঁজে মূলধন।নদী শান্ত হতে থাকে হেমন্তে। পরম যন্ত্রণায়প্রাপ্তির আশ্বাসে বিভ্রান্তিতে টানে জীবনের গুনাগুন।সতর্কে সমতা মেখে প্রকৃতির কন্যা জাফলঙেআলিঙ্গনে ঘর বাঁধে ধরাশায়ী প্রাণ।সহস্র দিনের কান্না জড়ো হয় ভাসমান মেঘেআশা পরাহত জেনে মনের শাসনে খুঁজি বস্তাবন্দি প্রেম।চক্রবৃদ্ধির অফারে হিতে বিপরীতে সিলগালাআত্মঘাতিতে ভালোবাসা বাঁচানোর দাবি উঠে।গোলাভরা যৌবনের অপেরায় মনের খরায় নামেহেমন্তের মুশলধারার অভিমান।দুঃখ সুখের মানে শুধু দু’হৃদয়ে জানে।দফারফার অফারেঅকৃতজ্ঞতায় বাড়ছে ক্ষমতা পাশবিকতার। দাতা গ্রহিতারসঞ্চয় খাতায় লেখা থাকে মেয়াদি মুনাফা।দফারফার অফারে হৃদয়ের অভিযোগে বাসকরেগুণভাগ। ধারাবাহিক নিরবচ্ছিন্ন মন বৈতরণী পার করেশাহবাগ। হতবাক হৃদয়ে ঘুমিয়ে থাকে ক্ষোভরাগ।ভাব গুরুর বিলাসে শুরু হয় হৃদয় বিরাগ। শীতের আপোসেমন ভাসে পরবাসে। ধ্বসে পড়ে অবশেষে আবেগের সেতু।ঋতুমেঘে দূরত্বের মহাকাশে ভাসে অনুরাগ।ভালোবাসার অবাধ লেনদেনে দৃর্বৃত্তায়নে ভেসে যায়আত্মভূক অভিযান। সরেজমিনে ভুল সংশোধনেরদ্বিধাহীন অজানার মনে বাস করে মহাপ্রাণ।প্রিয়টানে বল প্রয়োগের জল টলমলে হিসাবের কোলাহলেআপোসের নতুন সংযোজনে প্রিয়মন ধরাশারী হয়।বস্ মন্তর সু-আন্তরিক সহিংসতায় ধেয়ে আসছে সোনিয়া।মান ভাঙতে কেরিকেচার চলে বিভ্রান্তিতে। শান্তিতে শঙ্কার চাপমৃত্যুর পাঞ্জালড়ে যায় দিশেহারা। সঞ্চয়ে ঝুঁকেছে আমরণ আলোহীন।সুদিন আসবে বলে মানুষেরা দিয়ে গেছে দীনতার ঋণ।অন্তরের যোগ বিয়োগের ঘোষণায় অসহযোগেরবহুল প্রচারে শরিকের অগোচরে না ভীড়া বন্দরেতীরভাঙা ঢেউ তোলে।চিরদিন অবেলায় দিন যায়। দূরের আকাশভুলে থাকে রাত। স্বপ্ন দূরাকাশে ডোরাকাটা ফ্যাশনেরইস্টিমারে সময়এইচআর/পিআর