সারাদেশে মামলার জট খুলে তা দ্রুত নিষ্পত্তিতে পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন মানবাধিকার নেত্রী এলিনা খান।
শনিবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত মানবাধিকার শাখা প্রতিনিধি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন-বিএইচআরএফ আয়োজিত এ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, নোয়াখালী, ফেনীসহ সারাদেশের বিভিন্ন শাখা প্রতিনিধিসহ বিপুল সংখ্যক কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবীণ মানবাধিকার কর্মী সুনীল সরকারের সভাপতিত্বে ও সৈয়দ মো. হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জিয়া হাবীব আহ্সান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকার আসিফ পিয়াল।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পরিচালক (অর্গানাইজিং) জিয়া হাবীব আহসানকে মহাসচিব নির্বাচিত করা হয় । এছাড়াও তিন পার্বত্য জেলা শাখাসহ অন্যান্য জেলা, উপজেলা, থানা, পৌরসভা, বিভিন্ন ফোর্স কমিটিসহ সর্বমোট ৭৯টি শাখার কমিটি ঘোষণা করা হয়।
শাখা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন এ এইচ এম জসিমউদদীন, ফোরকান আল হামিদী, মোজাম্মেল হক, হাসান আলী, কানিজ ফাতেমী লিমা, সৈয়দ সহারাব হোসেনসহ অনেকে।
ইকবাল হোসেন/এমআইএইচএস/জেআইএম