দেশজুড়ে

যমুনায় ইলিশ ধরায় ১৯ জেলের দণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৮৫ হাজার মিটার কারেন্ট জাল ও সাত কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেন।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যমুনা নদী থেকে মা ইলিশ শিকারের সময় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দ হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

এমআরআর/এমএস