দেশজুড়ে

সমাবেশে যাওয়ার পথে বিএনপির গাড়ি বহরে হামলা, আহত ৩০

চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে ফেনী জেলা বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। অন্তত ১৫টি গাড়িতে হামলা চালানো হয়। এতে বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হন।

বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে দাগনভূঞা উপজেলা বিএনপির ১০-১২টি গাড়ি ভাঙচুর করে সরকারদলীয় ক্যাডাররা। হামলায় দাগনভূঞা উপজেলা যুবদল আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, যুগ্ম-আহ্বায়ক দিদার, ছাত্রদলের আহ্বায়ক রাজিব, যুগ্ম-আহ্বায়ক জাবেদ, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী, ছাত্রনেতা রিপন, শুভসহ প্রায় ৩০ নেতাকর্মী আহত হন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, সকালে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ অংশে ১৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।

তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সমাবেশে অংশ নিতে ফেনী থেকে ১০০টি বাস ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা চট্টগ্রামে গেছেন। এর বাইরে অনেকে ব্যক্তিগত গাড়িতে গেছেন।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস